ওরে পাগলা হাওয়া, ওরে কালবৈশাখি ঝড়,
সোনার ধান- মোগো প্রাণ!
তুইও ভালোপা- মোগো যুবতী ফসইল্লা মাঠ,
থাইম্মা যা! দিয়া যা লক্ষ্মী'র বর।
টাহা কর্জ কইরা জমি করি চাষ,
এই মাঠেই মোরা স্বপ্ন দেহি বার মাস,
ঘরে বাইরে বউ, মুই, বেডা, বেডি হক্কলে-
খাটছি, কইতে গেলে- দিন নাই, রাত নাই!
ভবিষ্যৎ মোগো- এই ফসলেই নির্ভর।
দিয়া যা লক্ষ্মী'র বর।
থাইম্মা যা! পাগলা হাওয়া, ওরে কালবৈশাখি ঝড়,
দোহাই লাগে- খোদা তা'লার,
তুইও ভালোপা- মোগো যুবতী ফসইল্লা মাঠ!