তুমি আসবে বলে
আমি বকুলের মালা গেঁথেছিলাম
আর বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে
রাতের গভীরে রঙিন স্বপনে
উতলা হয়েছিলাম।
তুমি আসবে বলে
আমি হেটেছিলাম অনেক পথ
দেখেছিলাম নীলিমায় সাঁঝের বেলায়
পাখিদের নীড়ে ফেরা
প্রিয়জনের প্রতিটান।
তুমি আসবে বলে
আমি শুনেছিলাম নদীর কতগান
আর জোসনা রাতে চাঁদের সাথে
একাকী আমি
তোমাকেই ভাবছিলাম।
তুমি আসবে বলে
আমার হৃদয় মাঝে বেজেছিল কত সুর
জানা অজানা মিলনের গান, বিরহের তান
খুজেছিলাম আমি ভ্রমরের ন্যায়
তুমি কতদূর, তুমি কতদূর।
তুমি আসবে বলে
আমি বিধাতার কাছে
চেয়েছিলাম দক্ষিণের হাওয়া
কোকিলের গান
সবুজ মাঠে সোনালী ধান
তুমি আসবে বলে
প্রতীক্ষার প্রহর হয়নি অবসান।