তুমি কি আমার বৌদি হবে?
যদি হও, তবে-
তুমি আমার হৃদয়ের লক্ষী,
তুমি আমার হৃদয়ের সরস্বতী,
তুমি আমার হৃদয়ের দূর্গা,
এভাবে সবগুলো দেবীরূপে-
আমার মন মন্দিরে চিরদিন রবে ।
তুমি কি আমার বৌদি হবে?


তুমি কি আমার বৌদি হবে?
যদি হও, তবে-
প্রভাতী সূর্য ওঠার কালে,
সিঁদুর পরিয়ে দেবে দাদা তোমার ভালে,
সে আলোয় আলোকিত হবো সারাদিন ।
আবার সন্ধ্যে বেলায়-
তোমার হাতে সান্ধ্য প্রদীপ জ্বালাবো,
সে আলোয় নিশির আঁধার হবে ক্ষীণ ।
এ জীবনে চলার পথে-
সদা আলোকবর্তিকা হয়ে রবে ।
তুমি কি আমার বৌদি হবে?


তুমি কি আমার বৌদি হবে?
মা, মাসি চলে গেছে-
একলা একলা ফেলে!
বড়দা ভীষণ ব্যস্ত-
কাজে, টাকা কোথায় মেলে!
আমি বেকার, দু:খে সময় কাটাই -
মাথার উপর ছায়ার মত কেউ নাই, কেউ নাই ।
একলা চলা তপ্ত রোদে-
ছায়া দেয়া বটবৃক্ষ হয়ে রবে,
তুমি কি আমার বৌদি হবে?