স্বাধীনতার ভাবনা যখন পাখির মতন:
গান গাও- আপন সুরে, বাসা বাধো- আপন মনে, ঘুড়ে বেড়াও- ইচ্ছেস্বপন ।
স্বাধীনতার ভাবনা যখন নদীন মতন:
ছুটে চলো- নিরবধি, বাধা এলে- গুড়িয়ে দাও জলস্রোতে, ভালোবাসো- মোহনার ঐক্য যেমন।
স্বাধীনতার ভাবনা যখন বৃক্ষের মতন:
বাঁচো তুমি- মাথা উঁচু করে, চেতনা রাখো- শিকড়ে আঁকড়ে, গতি হোক- আলোকমূখী ।
স্বাধীনতার ভাবনা যখন পাহাড়ের মতন:
নীতিবোধে- অটল থাকো, দেশের প্রেম- আগলে রাখো, স্বপ্ন রাখো- আকাশমূখী ।


স্বাধীনতার শিক্ষা তোমায়- কেউ দিবে না, ইচ্ছেকরে!
প্রকৃতিই দেয় বলে- তুমি স্বাধীন হবে কেমন করে?
উত্তর হলো-
              বিবেক স্বাধীন তো তুমি স্বাধীন,
              বিবেক পরাধীন তো তুমি পরাধীন ।
স্বাধীনতা তোমার আপন আলো ।।