ভালোবাসার বৃষ্টি যখন অতিবৃষ্টিতে নেয় রূপ
তার প্রতি আমার প্রেমও তখনই দেয় ডুব ।
সব মানুষের ভালোথাকা সবচেয়ে বেশি ভালোবাসি ।
সাবার মূখেই হাসি থাকলেই আমি প্রেম যমুনায় ভাসি ।


ঠিক উল্টো -


ভালোবাসার বৃষ্টি যখন অনাবৃষ্টিতে নেয় রূপ
তার প্রতি আমার প্রেমও তখনই হয়ে যায় চুপ ।
সব মানুষের ভালোথাকা সবচেয়ে বেশি ভালোবাসি ।
সাবার মূখেই হাসি থাকলেই আমি প্রেম যমুনায় ভাসি ।


সুতরাং-


অতি, অনা উপসর্গহীন - বৃষ্টিকেই ভালোবাসি ।
আমার মত সব মানুষের মুখে যে আনতে পারে স্বস্তি ভরা হাসি  ।