ধীরে, ধীরে- এক, একটি স্বপ্নের পাতা ঝরে পরে মানবজীবনে ।
বন্ধু, মেনে নাও- জগতের এ-ই স্বাভাবিকতা, বিষাদহীন মনে ।।
না পাওয়ার বেদনায় অবসন্ন থেকোনা ।
আবার অসম্ভব কোন কল্পনায় মনও ভেসোনা ।
হয়তো এমনও হতে পারে, ঝরা পাতার বৃক্ষ- বসন্তে হবে সবুজ, ফুল ফলে রঙিন !
অথবা হয়তো শীতল বেদনাতে থেকে থেকে- এসে যেতে পারে সময় ফুরানোর দিন !
এইতো জীবনের মানে !
ধৈর্যই উত্তম, প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবায়নে।
দৃঢ়ভাবে মননে করো ধারন-
ভাগ্য পত্রঝরা বৃক্ষের মতন।