ভালোবাসার দিনক্ষণ- হুটহাট!


শুরু করছি সময় দিয়ে । সময় বহমান । সাথে জীবন বহমান । সাথে বহমান মন ।
মনের সাথে মন মিলে যাবার ক্ষণ সেও বহমান । পরিবর্তন প্রিয় । মনে মন মিলবে কার কখন- কে বলতে পারে? পারেনা!
ভালোবাসার দিনক্ষণ নির্দিষ্ট করাও তাই সাজে না!
ফ্রেব্রুযারি'র চোদ্দ তারিখ-
নানা ইতিহাসের- সেগুলোর সাথে ভালোবাসা আছে । প্রেম আছে । মানবতা আছে ।
এখনকার রোমিও-জুলিয়েটরা কতকটা জানে? জানেনা!
ভালোবাসা মানে- কামনা, বাসনা না!
থাক, থাক, সে সসব কথা! যদি যুগলজনমের প্রেমের কথাও বলো-
ভালোবাসার দিনক্ষণ- হুটহাট! হঠাৎ করে হয়ে যায় অথবা হঠাৎ করে থেমে যায়!
সময়-নিয়ম এর চিরদিনই বুঝি রয়ে যায় এলোমেলো ।