ছিলো বিন্দুসম।
অতঃপর চোখে চোখঃ মহা বিস্ফোরণ!
সময়ের শুরু, সম্প্রসারিত হতে থাকে আমাদের ভালোবাসার মহাবিশ্ব।
নানা পরতে পরতে সৃষ্টি হয়-
রোমাঞ্চকর পৃথিবী, কামনার গ্রহপুঞ্জ, সীমানাবিহীন স্বপ্নের ছায়াপথ।
ঠোট কামড়ে সৃষ্টি হয়- উত্তেজক অবিনস্ত্য অবস্থা!
কিছুদিন চলতে থাকে, সময় স্থিতিশীল।
স্থিতিশীল ভালোবাসার মহাবিশ্ব।
হঠাৎ বিরহের বিচ্ছুরণ!
সংকোচন শুরু...
প্রেম গ্রাস করে নেয় বিচ্ছিন্নতায়- কৃষ্ণগহ্বর!
আবার বিন্দুসম।
-------
কবিতাটি দৈনিক আলোকিত বাংলাদেশ এ প্রকাশিত।