একটি ভালোবাসার গল্প শোনার আবদার - তোমার ?
আমি বলি- বরং, নয়নে নয়ন রাখো আমার !
দেখো- কতো রূপে, কতো রঙে সময় হবে মন রাঙাবার !
আর ভালোবাসার গল্গ - সে তো 'আলিফ লায়লা'র মতই প্রায়, কখনো নয় ফুরাবার !
বলো, একটি গল্প শুনবে ?
না কি নয়নে নয়ন রাখবে ?
নয়নে নয়ন রাখবে । বেশ । তবে কি আর রাখঢাক !
প্রতিটি ফুল পাপড়িতেই এক, একটি ভালোবাসার গল্প লেখা থাক !
যুগলের আলাপন মাঝে,
অচেনা, আগন্তুক এক কবি স্বপ্নে এসে বলে -
"জয় হোক ভালোবাসা । জয় হোক সমতা !
নারী-পুরুষের চলার পথে কেউ নয় করো স্বপ্ন পুরণে বাধা ।"
কবি কন্ঠ শুনে - যুগলেরা ভাবে,
সমতার বোধ যদি না থাকে ভালোবাসায় -
সত্যিই সে ভালোবাসা নানা টানা পোড়নে-
এক সময় সুখের পথ হারায় ।