ধরো যুদ্ধ হলো- তুমুল একটা, মানুষে-এলিয়েনে,
কে থাকবে, কে থাকবে না- সে সিদ্ধান্ত না মেনে!
কার দখলে থাকবে পৃথিবী- চলবে কার শাসন?
তোমায় আমি রানী মানবো- সেদিনেরও তখন!
ধরো মহাবিশ্ব জুড়ে যুদ্ধক্ষেত্র, অকল্পনীয় অস্ত্রের ঝংকার!
নিতে চায় ছিনিয়ে তোমায়- দুষ্ট এলিয়েন সরদার!
জীবন বাজি রেখে হবো- তোমার প্রহরী তখন ।
তোমায় আমি রানী মানবো- সেদিনেরও তখন!


ভাবতে পারো এসব কথা- বলার মানে কি!
তোমার মনে লুকিয়ে থাকা- ভয় তাড়িয়ে দি!
প্রেমের বেলায় কোনদিনই ভয়ের কিছু নাই,
প্রেমের আলোক যুদ্ধে- পাহাড় পুড়েও ছাই!
ভালোবাসা পেলে তোমার- নাই কোন প্রয়োজন!
শুধু তুমি বলো- ভালোবাসো আমায়, এখন।।