ভালোবাসতেই হবে
যতবার ফিরিয়ে দিবে
ততবারই তোমার মনের আদালতে আপীল করবো ।
হে তরুন বন্ধু আমার –
ভালোবাসতেই হবে
"কবিতা"কে ভালোবাসতেই হবে ।


সময়ের প্রয়োজনে –
ক্ষয়িষ্ণু সমাজে
মানবিকবোধ জাগরণের শক্তি আছে কবিতার ।
সে জাগরণিয়া গানের সাথে
তোমাকে সুর ধরতেই হবে
"কবিতা"কে ভালোবাসতেই হবে ।


এখনই সময় –
কবিতাপ্রমী প্রজন্ম গড়ে তোলো
সবার জন্য বাসযোগ্য পৃথিবী রচনার প্রতাশ্যায় ।
হে তরুন বন্ধু আমার-
কবিতার শক্তিকে অবহেলা নয়
মানবাধিকার নিশ্চিত করতে ,নিশ্চিত করতে জনতার জয় ।