যখন যৌবন শেষের কাছাকাছি
অবাক বিস্ময়ে ফুল দেখে হায় –
কমে গেছে ভ্রমরের নাচানাচি !
এ কেমন প্রেমের পরিনতি
তবে কি ভালোবেসেছে সে যৌবনকালে
নিয়ম ভেঙ্গে অতি !
কতো ভ্রমর এসেছিল-
কতো সুরে গেয়েছিলো গান ?
সত্য প্রেম কোনটি ছিলো
আজ কেন সব হয়ে যাচ্ছে ম্লান !
সময় নির্মম নাকি ভ্রমর
নাকি দুটোই - ভাবে ফুল
তবে কি যৌবন-মোহ প্রেম
ছিলো সবই মারাত্মক ভুল !
হ্যাঁ, প্রেম সে তো রয় চিরদিন
জীবন্ত সতেজ এ ধরার বুকে
থাকে অটুট-সত্য-শুদ্ধ প্রেম
বাকি সব একসময় যায় চুকে !