স্মৃতি টি তোমার বুকেতে জরায়ে,
সারাটি জীবন ধরিয়া থাকবো
কোনদিন কিছু নাহি চাহিব।।
তুমি চলে যাবে ঠিক আছে যাও
তোমায় কোনদিন নাহি ভুলিব।।
নাই যে ফুল আমি কি মালা গাঁথিব?
নাই যে বীণা আমি কি সুরে বাজাইব?
শুধু নয়ন জলে আমি চাহিব না কিছু কোনদিন
তোমার স্মৃতি স্মরিতে স্মরিতে দুনিয়া ছাড়িব ।।
আমি সব ভুলেছি সব দিয়েছি
তোমার সহিত পারিনা
ওগো তোমায় পেলে ওই বেহেস্ত আমি চাই না।
আমি নয়ন জলে ভাসিয়া
ফুলের মালা গাঁথিয়া
রয়েছি দাঁড়াইয়া প্রবেশপথে
রয়েছে শুধু তোমার পত্রখানি আমার হাতে।।
অন্ধ আমার এদুটি আঁখি
চক্ষু মুদিলে আমি তোমারে যে দেখি
তোমার আশায় বুক বেঁধেছি
না পাইলে যাব মরিয়া।।
আমি মরতে যেন পারি তোমায় দেখিয়া
চলে যেতে পারি যেন তোমায় ভালবাসিয়া।।
যুগল মিলনে প্রেমের বাঁধনে
তুমি সখা আমি সখি যে গোপনে,
কত কথা কও প্রিয়া মধুর বচনে
এ বিরহ জ্বালা মোর সহেনা সহেনা।।