অফিসের ওই বড়মশাই, বড্ড দেখি খুশি
কি হয়েছে? কি পেয়েছে? যানতে চাই দেখি!
বললাম আমি গিয়ে মশাই, পেয়েছেনটা কি?
এমন খুশি অন্যদিনে আরতো দেখিনি।
বলে বেটা!এমনে কি আর খুশি
এমনে কি আর মুচকি মুচকি হাসি!
গতো মাসেই আমি যে আবার
                   প্রমশন পেয়েছি।


ও তাইতো বলি হাসির কারন!!
কারন ছারা হাসছেন তিনি
এমনটা আমার হয়না স্মরণ।
বড়মশাই লোকটা অনেক কড়া
কাজে তার অনেক অনেক তারা
প্রমশনের জন্যে নাকি তার
গেছে অনেক বেশি প্যারা


বললাম আমি মশাই, পেয়েছেন আপনি
                দেখি  একা একাই।
আমরা করলাম কি?
সামনে আমরা আবার পাবো নাকি?
বলে ব্যাটা করলি তোরা কি?
সারাদিনে ঘুড়ে ফিরে, ঘড়ে ফিরতে দেখি।
এমন কাজে প্রমশনের, আশা করাই বৃথা!
কাজ কর্ম ঠিকভাবে কর, এটাই হলো কথা।


বড়মশাই হুদাই শাসায়, অন্যের কথা শুনে
ক্লিকবাজি লোক গুলিকে, আপন বলে মানে।
কাজ তার যতোই করি, পাইনা কভু মন
কাজে ফাঁকি হচ্চে বলে প্যারা
দেয় সারাক্ষণ।।