হারিয়ে গেছি আজ আমি অনেক দুরে
দিগন্ত জোড়া মাঠ পেরিয়ে,
পাহারী অরন্য ঘেরা সবুজ বনে
ছলছলিয়ে বোয়ে চলা ঝর্না
আর দূর অজানা কোন গাঁয়ে।
হারিয়ে গেছি আজ আমি অনেক দুরে
নীল আকাশের ওই ভাজে ভাজে
নয়তো সাদা মেঘের ভেলার মাঝে
চাঁদের পাশ ঘেষে তারাদের দেশে।
হারিয়ে গেছি আমি শ্রাবন ধারার মাঝে
যেথায় অঝোরে বারিধারা ঝরে।
হারিয়ে গেছি আমি বসন্তের মাঝে
যেথায় দখিনা হাওয়া কোকিলের ডাক
আর শিমুল ফুলের লালের মাঝে।
হারিয়ে গেছি আমি রংধনুর  মাঝে
যেথায় সাতটি রং নিয়ে খেলা করে।
হারিয়ে গেছি আমি শঙখচিল হয়ে
দৃর থেকে কোন দৃর দৃরান্তে।
হারিয়ে গেছি আমি আমার কল্পনায়
যেথায় কেউ একজন আছে মনের মাঝে
যার স্পশে আমি পাইনা বাস্তবতা
তবুও তাকে ভাবি! গল্প করি হাসি।
সত্যই বলছি! হারিয়ে গেছি!
হারিয়ে গেছি আমি অনেক দুরে।।