ভুলে ভরা জীবন আমার
         ভুলের মধ্য বসবাস
বুঝছি ঠিক অনেক পরে
         করেছি কতটা সর্বনাশ।
হাজার হাজার ভুলের মাঝে
         একটা ও সঠিক হলে
আর যাই হোক, হাসতে পারতাম
         প্রাণটা আমার খুলে।
অনেক স্বপ্ন দেখছি আগে
         ভাবি নি তো কোন কিছু
মিছে মিছে ছুটছি আমি
        স্বপ্নের ই পিছু পিছু।
ছোট বড় কতো যে স্বপ্ন
        বাসা বাধত মনে
তারই জন্যই ছুটে যেতাম
       স্বপ্ন ছুবো বলে।
দিন গেলো মাস গেলো
      বছর গেলো ঢের
স্বপ্ন আমার স্বপ্ন রইলো
      আসলো নাতো ফের।
কতো জনের কতো যে স্বপ্ন
      হয়েছে পুরন শুনি
আমার স্বপ্ন হবে কি পুরন?
      বসে তাই স্বপ্নের জাল বুনি।।