ব্যাথায় ভরা নয়ন নিয়ে
বসেছি আমি কবিদের আসরে।


প্রাকাশ করেছি মনের ব্যাথা
কেঁদেছি আমি করুণ সুরে।


ব্যাথায় ব্যথিতো অন্তর জুড়ে
আঘাত করেছে কে যেনো অতি জোরে!


কবির ভাষায় কেঁদেছি আমি
অনুতপ্ত এ হৃদয় হে অন্তর জামি।


অপরাধ তুমি নিও না খোদা
বহিতে পারবোনা এ পাপের বোঝা।


কাঁদিতে কাঁদিতে মোর নয়ন করেছি ক্ষয়
এখন অতি কষ্টেও মোর কাঁদিতে লাগে ভয়।


তৃষ্ণার্ত এ আকাশ জুড়ে
কেমন বৃষ্টি বইছে জোরে
শিলা পাথরের আঘাতে মোর  অন্তর যায় ছিড়ে।


আর চালায়ওনা তীর এই ক্ষত বিক্ষত অন্তরে।