হে বঙ্গমা তোমাকে দেখে মোর আখি নাহি মেলে
আমি যে তোমার অবুঝ এক ছেলে।


মাগো নজরুলের স্বপ্নে গাথা জসীমউদ্দিনের ছন্দে লেখা
তুমি যে এক সাহিত্যের পাতা।


তুমি যে অপরুপ সুন্দর
তোমাকে দেখে মোর জোড়ায় না এ অন্তর।


মাগো তোমার বুকে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীর তীরে
কত অতিথি পাখির আনাগোনা তাহারো মাঝে।


পাল উড়িয়ে নৌকা যখন চলে যায়
আহ কি মধুর সূরে গান গেয়ে যায় মাঝি ভাই।


মাগো আজ এ হৃদয় ধন্য
তোমার মায়ার শিকলে আমি বাদা তার জন্য।