জন্ম মোদের হয়েছে যখন
মৃত্যু মোদের হবে।


বীরের মতো লড়াই করে
মরবো মোরা তবে।


মৃত্যু মোদের যখনি আসুক
কাপুরুষেরা সকলে দেখুক।


বীরের মত লড়েছি মোরা
জীবন করছি ক্ষয়।


বীরের মতো লড়েই মোরা
ন্যায় করিবো জয়।


মোরা করিনাকো ভয়
সত্যের হবে জয়।


বিধাতা মোদের দিয়েছে বল
বিনাশ করিবো ঘাতকের দল।


দাদারা মোদের করবে তারা
হাতে হাত রেখে লড়বো মোরা।


নজরুলের ঐ গানেরি সুর
জাগবো মোরা ভয় হবে দুর।


দাদারা মোদের লুট করে খায়
তাতে মীর জাফরের কী আসে যায়।


বঙ্গবন্ধু জীবন দিলো
শকুনেরা মোদের লুট করে খাবে
এটা কি তার স্বপ্ন ছিলো।


পশ্চিমাদের তারা করলো
এখন প্রতিবেশিরা চোষা ধরলো।


কী লাভ হলো রক্ত দিয়ে
শকুনেরা যদি সম্পদ গুলো নেয় লুটিয়ে!


ওরা রক্ত চোষা হায়েনা
ওরা মোদের ভালো চায়না।


বাংলা নিয়ে ছিনি মিনি খেলবে
এটাই ওদের বায়না।


জাগো নবীন জাগো তরুণ
জয় করতে ন্যায় পরায়ণ!


তেরো শত নদীর দেশে
কত বীর জন্ম নিছে।


রক্ত দিছে রফিক বর্কত
আমরা ওদের করবো সার্থক।


জীবন করে ক্ষয়।


০৩/১২/২০১৯