লোকে বলে তুমি নষ্টা মেয়ে অসতী
যে যার মতো বলতে থাকুক তাতেই বা আমার কী!


ফুলেরো কলঙ্ক আছে ভমর যদি বসে
তাতে কী আর যায় কী পাপড়ি দু,একটা খোসে।


ফুলে যখন মধু আসে কত ভমুর বসে
ফুলের মধু খাইয়া ভমর কলঙ্কীনি কয় শেষে।


কষ্টে তখন ফুলও কাঁদে কি জবাব দেবে সমাজের কাছে?
ফুলের মধু চোরায় খাইলো নষ্টা বলে লোকে।