নারী তুমি নাকি দুর্বল..
তুমি নাকি অসুচি অপবিত্র
নারী তুমি নাকি পাপী
আর তুমি নাকি সব নষ্টের মূল
তুমি নাকি ধ্বংসের আরেক নাম....
সত্যিই কি? নাকি সমাজের এ ধারনা ভুল?
আচ্ছা, তুমি যদি দুর্বল ই হও তবে কেন দেবী শক্তি একজন নারী
আর কেনই বা পবিত্রতা এর প্রতীক হিসেবে
দেবী রাধা কে স্মরণ করতে হয়,
আর কেনই বা পুণ্যের ফলে প্রাপ্ত স্বর্গ
মায়ের পদতলে বলা হয়,
আচ্ছা তবে কি সমাজ বলতে চাইছে তারা নারী নয়
নাকি সমাজের বিকৃত মস্তিষ্ক ঢালছে বিষ
তোমাদের নিয়ে সবার মুখে মুখে


কি ভাবছো বলো আমায় আমি জানতে চাই...
আচ্ছা তুমি যদি সত্যিই নষ্টের মূল হও
তবে কেন তুমি মা?
মা যে সৃজনশীলতার প্রতীক
আচ্ছা তুমি যদি ধ্বংস হও. ..
তবে মহাকাল কেন ধ্বংসের  প্রতীক?
কোন নারী কেন নয়?
বলো আমায় আমি জানতে চাই..  


জানো আমার মনে প্রশ্ন জাগে যে..
কোন ভুলের রেশ করছে তোমাদের পিছু?
বা কোন শত্রুতা বসত সমাজ তোমায় দেখাচ্ছে নিচু ?
বলো আমায় আমি জানতে চাই..