অথচ এই তুমি ভারসাম্য রক্ষার ঝড়ে নিজেকে বিনষ্ট করে
কতোবার সমুদ্রজলে ভাসিয়ে দিয়েছো,
তার হিসেব আমরা ক'জন রেখেছি?


ঋতুচক্রের অসহায় রাত্তিরেও
তোমাকে ছিবড়ে খেয়েছে কিছু নেকড়ে হায়েনার দল-
তা কোনোদিন আমাদের চোখে পড়েনি।


এখানে তুমি বাকরুদ্ধ,
বন্দিনী,
শক্তিহীন,
এখানে তোমার কোনো অধিকার নেই।


তুমি কতোবার যে পৌরুষ্যের পশুত্বের কাছে
নিজেকে বলি দিয়েছো-
তা ভাবার সময় হয়ে ওঠেনি আমাদের।


কারণ এখানে তুমি অসহায়,
একা,
নিশ্চল,
এখানে তোমার বেঁচে থাকার স্বপ্ন দেখা অন্যায়।


এখানে তোমার আকাঙ্ক্ষা বলে কিছু নেই;
কারণ এখানে তোমার পরিচয়- 'তুমি প্রতীপদর্শিনী'।