দিন আসে দিন যায়-
আবার একটা ভোর;
নিস্তব্ধ নিকোষ কালো অন্ধকার শেষে
মৃদু আলো ৺উকি দেয় পূবের দিগন্তরেখায়,
নবারুণ হয়েছে উদয় ।


শিশির ভেজা ঘাসের শিষে
নতুন কোরক হতে
ঘাসফুল ফুটেছে হাজারো,
ভুলে গিয়ে ব্যথা তার যত
নতুন উদ্দ্যমে আবারো ।
বড় নির্মম ভাবে মাড়িয়ে গিয়েছিল
কত হাজার হাজার পা কালও ।


হাওয়ায় দুলিয়ে মাথা,
দিয়ে যায় কি বারতা
নূতন প্রস্ফূটিত নীল-ঘাসফুল হেসে ...