কবিতার খাতা আজ তোলা আছে ঘরে,
ভাবনার সাগরেতে ডুবব কি করে ?
একমনে বসে তাই কলমটা ধরে-
কাব্যের ফুলগুলি রাখি অনাদরে ।
ভালো করে চেয়ে দেখো হৃদয়টা খুলে,
শুকনো ফুলের মালা আছে শুধু গলে।
ধীরে ধীরে সময়ের বেলা যায় চলে,
স্বপ্নের ৺সিড়ি বেয়ে পড়ে আছি তলে।
জীবনের জলছবি ৺আকা হবে যবে-
হিসেবের অঙ্কটা মিলবে কি তবে?