এ কোন সকাল আমার ভাঙা দেউলে-
রাতের ৺আধারকেও হার মানায় !
বিভীষিকাময় নগ্ন শতছিদ্র এক প্রভাত
যেন অন্তিম লগ্নে শায়িত-
শরীর তার দাবী ছেড়েছে ঠিকই-
কিন্তু সমাজ বিবর্তনের হাত ধরে এগিয়ে যাবে না কেন ?
সামাজিক অবক্ষয়ের উলঙ্গ রূপ আর কতকাল ?
শুধুই কি বাগ্ প্রদর্শনে সভ্যতার আলো জ্বলবে ?
মুখোশধারী ভণ্ড প্রতারকদের চিহ্নিত করার সময় আগত,
নতুন পথের দিশা দেখানোর সুমহান দায়িত্ব আমাদেরই ।।