যখন আমি থাকবো নাকো
            তোমাদের মাঝে,
অশ্রুধারা বইবে জানি
     সকালসন্ধ্যা সাঝে ।
মন্দ-ভালো অনেক কথা
       হয়েছে দুজনায়,
শয়নে-স্বপনে তারই স্মৃতি
       থাকবে মন-আয়নায় ।
একটি কথা শুধাই তোমায়
        অমর কেহ নয়,
পরপারের ডাক এলে তাই
        চলে যেতে হয় ।
সত্যটাকে বুঝলে পরে
      শোককে করবে জয়,
আনন্দ আর হাসি-গানে
          থাকবে নিশ্চয় ।
আসা-যাওয়ার এই খেলা
          চলছে নিরন্তর,
কেউ বা আগে কেউ বা পরে
         যাবে আপন ঘর ।
তারই মাঝে ভবসাগরে
        গড়লে খেলাঘর,
সবই তো রইল পড়ে
     কে বা আপন পর ।
তাই তো বলি মিছে কেবল
          মান অভিমান,
ভবের খেলা সাঙ্গ হলে
          গাহি জয়গান ।।