আমার মৃত্যু হবে নিশ্চিত-
যেমন সকলের হয়;
কোনও এক প্রভাতে
থেমে যাবে কথার গুঞ্জন-
ছন্দপতন ঘটবে-
বলবে না কেউ ''ওগো অসুধটা খেয়ে নাও'',
কিংবা ''বেলা বয়ে যাচ্ছে,এসো খেয়ে নিই'' ।
বড়বেশি জ্বালা দিলাম তোমায়,
এখন থেকে তুমি মুক্ত,
তোমার আঙ্গিনায় তুমি অধিপতি ।
যে ভাবে খুশি তুমি চলতে পারো,
তুমি মুক্ত,স্বাধীন ।
তবে সাবধান,নির্মম বাস্তবকে উপেক্ষা কোরো না-
সরলতার সুযোগে তোমায় পথে বসাতে খুব বেশী
সময় লাগবে না ।
মাসিক পেনশন,ব্যাঙ্কে গচ্ছিত টাকার সুদ
এসব মিলিয়ে তোমার স্বাধীনভাবে চলতে
কোনো অসুবিধা হবার কথা নয়-
তাই মাথা ঠাণ্ডা রেখে সঠিক সিদ্ধান্ত
নেবার চেষ্টা কোরো ।
আর হ্যা৺, আমার স্মৃতি বলতে
কিছু অগোছালো লেখা......
ইচ্ছেছিলো ছাপা অক্ষরে..., তা আর হোলো না,
কিংবা গানের সিডি... নাঃ তাও না...
পরজন্মে যদি হয়,তবে তুমি গান ছেড়ো না,
পারলে একটা গান শোনাও না !!