নামের ও আকাল পড়ে,
               আজ নামের অভিধানে !


তোমার নাম রাস্তা ঘাট,
                   তোমার নাম নদী:
গোলদিঘীটাও তোমার নামে,
                  তোমার ইচ্ছা নদী
পাল্টে গেলো দেশের নাম,
                 বদলে গেল মানে,
নামের ও আকাল পড়ে,
               আজ নামের অভিধানে !


তোমার নামে প্রকল্প বহু ,
   বাজেট ভরা কল্পতরু |
তোমার নামে শহর, বাজার,
দোকান-পাতি হাজর হাজার  |
ইতিহাস ও বদলে যাবে,
নিশ্চুপে আজ বিজ্ঞ জনে |
নামের ও আকাল পড়ে,
               আজ নামের অভিধানে !


^^^^^^^^^ @শক্তিপদ মাইতি^^^^^^^^^^^^^^