পড়ন্ত বিকেল মেঘলা আকাশ,
দিগন্তে ভাসে মেঘের ভেলা,
রঙধনুর সাত রঙ করিতেছে খেলা।
দেখিতে দেখিতে চলে যায় বেলা,
বহে দখিনা মলয় বাতাস,
চঞ্চল মন ব্যাকুল হয়ে উদাস।


চাঁদনি রাত নিঝুম কেউ নাই পাশে,
বুক ভরা চাঁদের আলো নিয়ে
সাগর কোলে নেমেছে আকাশ ।
অতুল প্রেমের বিকাশ,
লহর তুলে জলে ভাসে
তরঙ্গে তরঙ্গে করে যায় প্রকাশ ।
ভরে না তো মন,
রজনী ঝলমল চাঁদের আলোয়,
যত দেখি ততো লাগে ভালো,
আলোয় আলোয় রাশি রাশি,
ভরেনা তিয়াস,
মধুর সম্ভাষণ দিয়ে চলিতেছে
জোছনা বিলাস ।
কেন তব মনে এত পরিহাস,
চাঁদনি লিখতেছে ছায়াঘেরা রঙিন
স্বপ্নের ইতিহাস।