দিন যায় ক্ষনে ক্ষনে
বিরহ অনুরাগে,
তোমার স্মৃতির অবশেষ,
আজো হয়নি তার পরিশেষ।
শুধু লাল গোলাপটি  আজো
মোর কাননে ফুটে উঠো বারে বারে,
সুরভি সৌরভে পরিমল ,
পুণ্য শুচি বিমল।
প্রজাপতির আগমনে
ভ্রমর গুন্জরনে ফুলের কানে কানে,
দিয়ে যায় দুলনো দোলা,
নিশি-দিন প্রতিদিন
রয় মোর বদ্ধ মনের দোয়ার খোলা ।
মেঘমালার কোলে,
গোধূলির লগনে দেখি যবে
বিরহ বিভোর,
চঞ্চল অন্তর খুশিতে ভরে ।


আব্দুছ ছালাম বুলবুল