ধীরে ধীরে সন্ধ্যামালতী
যবে ফুটিল ফুলবনে,
সন্ধামনির ছায়া আঁচল
কাননও  তলে।
ধূসর সাজ আজ পবনে,
তিমিরও চাঁদ দুলে গগনে,
দোলা দেয় মোর মনে।
বিরহীর নয়ন জলে
ভাসে নিরালা,
সাঁঝের পাখী উড়ে বনে
হয়ে আপন-হারা।
আকাশেতে মিটি মিটি
জ্বলে সন্ধা তারা।