চিরদিন স্মৃতি অমলিন!
স্মৃতির সাগরে লহর তুলে,
উঠে তরংঙ্গ হৃদয়ের মণিকোটায়,
গহীন মনের নহর দিয়ে বহে যায়
শান্তির মোহনায় ।
মিষ্টি-মধুর, রিক্ত হৃদয়ে তিক্ত জ্বালাময় বেদনা,
হাসি-কান্না যাতনার স্মৃতি পাহাড় সম,
বহন করে মানুষ এগিয়ে চলে সামনের পথে
সুন্দর স্বপন নিয়ে এক নতুন সীমানায়,
খুঁজে পায় একা একা,
অসীম অন্ধকারে আলোক রেখা।
এরই নাম জীবন।
স্মৃতি অমলিন, চির অম্লান!


আব্দুছ ছালাম বুলবুল
বিশ নয় (মধু) দু’হাজার একুশ