ওহে রমা,
সহসা দেখেছি তোমায় স্নান করতে উন্মুক্ত দিঘির পাড়ে,
কোমল সরোজ ঢাকা ছিল
স্বচ্ছাব্রুর আঁড়ে।


ভেজা শাড়ির ভাঁজে দেখেছি শুভ্র কাশফুল,
উন্মাদ হিয়া পবনে ভেসে চুমেছে কালোচুল
বলো, এ কি আমার ভুল?


নিতম্ব দুলিয়ে মুচকি হাসি,
আবেগমাখা মিষ্টি চাওনি ফুটিয়েছে তৃষ্ণার ফুল,
ক্ষণিক তরে বেসামাল হয়েছি,
বলো এ কি আমার ভুল ?


তুমি সামলে নিলেই পারতে,
লজ্জার কাছে হারতে,
কানকাঁটা যৌবনটা দৃষ্টির আঁড়ে রাখতে।
জানিনা সখি তুমি কোন কাননের ফুল,
অজান্তেই তোমায় বেসেছি ভাল,হয়ত এই আমার ভুল।


-সংশোধিত