এরপর আর কিছুই বলার ছিল না।
অতঃপর, নিজেকেও পাল্টে নিয়েছি।
ছেঁড়া পালে এঁকেছি সুঁই-সুতা আল্পনা,
জীবন তরীর বৈঠা ছুঁড়ে ভাসিয়েছি অনুকূলে,
ভাবনাগুলোকে প্লাবন জলে দিয়েছি নির্বাসন।


এরপর আর কিছুই বলার ছিল না;
যখন তুমি ভুলেছো সহমরণের শপথ,
মুখ তুলে ফিরে চলেছো আমায় ত্যাজি।
যখন তোমার জমিনে লুটোপুটি খেলে অন্য ফসল।
আমি যেন সেথায় অচেনা পথিক -
নিঃসঙ্গ এক নিশীথ নিশাচর।


{2018 সালে, "জলতরঙ্গে কাব্যভেলা"-কাব্যগ্রন্থে প্রকাশিত।}