যখন তোমার কাঁচাপথে রুলার চালিয়ে, একরাশ পিচঢেলে ছেড়েছি তৃপ্তির শ্বাস,
তখন তুমি, নুয়েপরা গোলাপের মতো মলিন হয়েছো।
আমি কাদামাখা পিচ্ছল সে পথ পেরিয়ে  পৌঁছে যাই অর্ণব তটে,
ওপারে আবছা ঘন কুয়াশা,
অতঃপর ট্রিনিয়ন মাইল  চির গহিন অন্ধকার,
তবুও এ পথ যেন আমার কবেকার চেনা।
দেখি পিচগুলো অর্ণবজলে গড়ে চলেছে এক নতুন পথ।
এ যেন পথের মাঝেই পথ,
যে পথ শুধুই নেমে আসে গহিন অন্ধকার হতে, ফিরে যায় অন্ধকারেই অন্য পথে।