আজ হারিয়ে যাব দু'জন,
নিয়তির সকল বাঁধা ঘুড়ি বানিয়ে উড়িয়ে নীলাকাশে।
নিয়ম ভেঙে ছেড়েছি লাটাই মুক্ত পবনে,উড়ে চলুক ইচ্ছে যতদূর।


আজ পাড়ি দিব এভারেস্টসম বিষণ্নতার কংক্রিট পথ
ভয়গুলো নির্বাসন গেছে সেন্ট হেলেনে।
নিয়তির স্রোত পাল্টে দিয়ে লুটে নিয়েছি আকাশের উদারতা।
দুহাতে চিরন্ত বাঁধন,
সাধ্য নেই কারও স্রষ্টা বিনে করতে নিধন।


আজ শুষে নেব সকল তিমির প্রেমো প্রদীপজ্বেলে,
ভাসাবো সাম্পান মন পবনের হিল্লোলে কল্লোলে।
দুরন্ত ক্ষিপ্রতায় ভেঙে দিব দুর্ভেদ্য অচলশৃঙ্গি,
দুর্নিবার পবিত্র প্রেম এখানে অমর সঙ্গী।


-সংশোধিত