এই সভ্যতা,এ শহর নগর মাঠ ঘাট একদিন ধ্বংস হবে
ধসে যাবে গগণচুম্বি ইমারত
নিচিহ্ন হয়ে যাবে সবকিছু।
ভেঙে যাওয়া উঁইঢিবির মতো আবারও গড়ে উঠবে নবসভ্যতা
আমার সমাধির উপর স্থাপিত হবে হাজারো সমাধি
নিশ্চিহ্ন হয়ে যাবে আমার দেহাবশেষ।
ঝরে যাওয়া পত্রপল্লবের মতো প্রকৃতির মাঝে
মিশে রবো আমি।


সেদিনও এ নাপাক তনু প্রশান্তির আশে,
খুঁজে বেড়াবে এ বাংলার এক টুকরো পবিত্র মাটি
যেথায় মিশে আছে জীবদ্দশা স্মৃতি পু্ঞ্জিভূত
জন্মধাত্রীর পবিত্র দেহাবশেষ।


-সংশোধিত