একটা গতিশীল নিঃশব্দ হাত ,যখন আমায় ছুঁয়ে যাবে,
আলোর চেয়েও সহস্রগুণ বেগে ধাবমান,
ক্ষীপ্র এক প্রকাণ্ড এস্টোয়েডের আঘাতে বিচুর্ণ হবে আমার অহমবূহ্যতা।
বুকের পাঁজর মেরুদণ্ডের বাঁধা অতিক্রম করে মিশে যাবে শূন্যে,
আমি আমার চিলেকোঠায় বসতকরা চড়ুই পাখিটাকে বলব-
"এবার তোমার সঙ্গে নাও হে অচেনা পথিক"।