একটা নারীর মাঝে ডুবতে গিয়ে তেত্রিশ কোটি সমুদ্দুর দেখেছি,
দেখেছি, পৃথিবীর সব রূপ রস গন্ধ স্বাদ।
দেখেছি, প্রবলস্রোতে বয়ে চলা এক জীবন্ত লাভায়, পুড়ে পুড়ে কাবাব হওয়া অগণিত শহর,
দেখেছি তিক্ততার ক্লেদ, মোহের সাইক্লোন,
আবেগী ধোঁয়ার কুন্ডুলীতে বিম্বিসার অন্ধকার।
দেখেছি নিঃসীম এক ধূসর বিরানপ্রান্তর,
যেখানে ক্ষণিক সুখের এক ঝলক মরীচিকা ধরতে রণাঙ্গনে মত্ত-
কতো রাজ্যহারা রাজা
কতো বিজেতা,
কতো মুনী
কতো ঋষি
কতো ফকির
কতো দরবেশ
কতো আউল বাউল সাধু সন্ন্যাসী,
কতো কবি
কতো আস্তিক নাস্তিক অস্তিক।
শুধু,
একটি নারীর মাঝে ডুবতে গিয়েই তেতত্রিশ কোটি সমুদ্দুর দেখেছি।
-