একটা অদৃশ্য অগ্নিকুণ্ড,
স্রষ্টার মতো সবসময় আমার খেয়াল রাখে।
বুকের  পাঁজর সিদ্ধ করে বয়ে চলে  জীবন্ত লাভা
আমি নিঃশেষ হয়ে যাই নিঃষেশিত ভগ্নাংশের মতো
কামারের হাফর তাওয়ার মতো তায়িয়ে তায়িয়ে লাল করে পুর্নবার,
এ এক অন্তহীন প্রক্রিয়া।
আমি যেন এক অনমনীয় পদার্থ
শুধু বাকরুদ্ধতায় সয়ে যাই সবকিছু
আর প্রতিক্ষায় থাকি একটা গভীর যমকালো অন্ধকারের,
যেখানে  চির হিম শীতল ঘুমে ঘুমিয়ে যাব।


-রৌদ্র