একটি পতাকা মুক্ত পবনে উড়াব বলে,
কতো বিপ্লবী বীর
উঁচিয়ে শির
কতো তাজা প্রাণ
নির্ভয়ে বলীদান
মাতৃমুক্তির সোপান তলে।


কতো শাসন শোষণ ত্রাস
কতো রক্ত
কতো সর্বনাশ
কতো সদ্য সিঁদুর মুছেছি রক্তস্রোতে
কতো ঈশানী ঝঞ্ঝা
কতো শ্রাবণের অশ্রু আঁখিপাতে
কতো দুঃশাসনের কালোমেঘ উড়িয়েছি বিক্ষুব্ধ মলয়ে
শুধু একটি পতাকা মুক্তপবনে উড়াব বলে।


কতো নিরন্ন মানুষের অসহায় চোখ
কতো ক্ষুধা তৃষ্ণায় চৌচির বুক
কতো বিবস্ত্র নারীর ক্রন্দন রোল
কতো সূর্যসন্তান উদয়েই নির্মূল
কতো বরেণ্য বুদ্ধিজীবীর তেজদীপ্ত রক্তস্নান
কতো ছাত্র জনতার দুর্বার আত্মদান
কতো নারীর কোমল হস্তে গর্জে উঠা মেশিনগান
কতো শিকল ভাঙার তান
কতো পরাধীনতার কণ্টক বেঁধি ভেঙেছি পদ দলে
শুধু,
একটি পতাকা মুক্তপবনে উড়াব বলে।


-সংশোধিত