হে বন্ধুগণ,
কি  আর লিখব,
কি কথা বলব তোমাদের সাথে,
মহাকাব্যের অমর বাণী, আসেনা'ক মাথে।


কিযে বিষম কষ্ট বুকে চেপে,
হাসি মুখে ঘুরিফিরি সর্বক্ষণে,
কেউ বুঝেনা, কেউ খুঁজে না কোন ক্ষণে।


সংসারে অসীম অনটন,
বাল্যকালেই পিতৃবিয়োগ,
মা বিনে কেউ নেই, দিতে এক মুঠো সুখ।


দু'কলম বিদ্যা নিয়ে হয়েছি,
বিবেকের কাছে চরম দোষী,
অসহায় মায়ের মুখে আজও,ফোটাতে পারিনি হাসি।


মহাকাব্যের অমর বাক্য,
আসেনা'ক  আমার  মাথায়,
মনের অসম কষ্টচুঁয়ে, যা আসে তাই লিখি খাতায়।


তোমরাই হও যুগের সফল,


মহামানব মহাকবি
আমারে একটু ঠাঁই দাও মনে, ভেবে অস্ত রবি।


বেঁচে থাকতে  চাই আমি,
সত্য ন্যায়ের কাজে,
আমারে একটু ঠাঁই দাও বন্ধু,তোমাদের  মাঝে।