আমার বেঁচে থাকা দিনগুলো
পাথরের পৃথিবীতে প্রতিধ্বনিত হয়ে হয়ে অনন্তে মিশে যাবে একদিন,
হাজার বছর পর কেউ হয়তো খুঁজে পাবেনা,
আমার স্কাল হাঁড় মাংস সমাধি।
সমুদ্রে ধসে পড়া বরফখন্ড যেমন অস্তিত্ব হারিয়ে নীরদ হয়ে যায়,
আমিও তেমনি লীন হব কালের অতল তলে।
আমার ঔরসজাত সহস্র প্রজন্মও ভুলে যাবে সেদিন,
কিন্তু স্রষ্টার ভান্ডারে কচিপত্রের মতোই থেকে যাবে হিসেবের খাতা।


-রৌদ্র