তটিনী ছুটে চলে সিন্ধুর পানে,
অর্হনিশ কলকল মধুর তানে,
বন্ধুর প্রান্তর পাড়ি দিয়ে শেষে,
ক্লান্ত নির্ঝর সরিৎ বুকে  মিশে।


নীড়হারা বিহগ ছুটে নীড়ের অন্বষণে,
কূলহারা তরঙ্গ ধায় কূলের সন্ধানে।
বিরহী পিক সঙ্গী খুঁজে মধুর কলতানে,
মধুকর ছুটে চলে মধুর অন্বষণে।


পুরাতনকে ঝাড়ে মানুষ নবরত্বের টানে,
জীবন তরী ছুটে চলে অন্তিমতার পানে।
আমায় কি গো দিবে ঠাঁই তোমার ভূবণে,
আমারও যে বিলীনেচ্ছা তোমার গগণে।


-সংশোধিত