আর কত কাঁদাবে ?
আর কত কাঁদবো ?
ছলছল জল করে টলমল হৃদাকাশে,
বিরহী প্রলয়, কষ্টের হিমালয়,
আজি তোমায় ভালবেসে।
নিঃসঙ্গ রজনীর যমকালো তিমিরে,
আলেয়ার মত ক্ষণপ্রভা হয়ে,
আর কত থাকবে দূরে।
এ হৃদয় ক্ষত বিক্ষত, তব ঘৃণার প্রহারে,
অদ্রীর নির্ঝরধারা, কবে মিলবে সায়রে।
দুখের গ্রহনজাল ছিন্ন করে,
কবে পরিত্রাণিবে এ মন,
অষ্টপ্রহর ভালবাসায় সাজবে আমার ভূবণ।
বলতে পারো কি,
ওই নেত্রের দাম্ভিক পর্দা ছিঁড়ে,
কবে ঝরবে অশ্রুধারা,
আমার তরে ?
যত ইচ্ছে কাঁদাও, কাঁদবো,
তবুও মানবো না ব্যর্থতা,
কান্নার মাঝেই পবিত্র প্রেম পায় পরিশুদ্ধতা।


-সংশোধিত