আরও একটি ফাগুন চাই,
বিধ্বংসী আগুন চাই,
যে মাতৃকোলে,
অবাধে শিশু দোলে,
সে মায়ের বুকের পাঁজর আজ, পোড়ে পোড়ে ছাই,
আরও একবার যুদ্ধে যেতে চাই ।


যে মায়ের তরে,
আমরণ লড়ে,
শহীদ শত তিতুমীর,
সে মায়ের বুকে বিঁদ্ধ কেন আজ, দুর্নীতির তীক্ষ্ণ তীর?
বাঁচাতে মায়ের সম্মান,
এসেছে যুদ্ধের আহবান,
বেজে  ওঠুক রণ দামামা,শঙ্কা নাই ওরে শঙ্কা নাই,
আজ ঘরের শত্রু বিষ কেওটে, থেঁতলে দিতে চাই ।


আসুক সেই ফাগুন,
জ্বলুক সেই আগুন,
পোড়ে যাক সব ব্যভিচারী ছল্,
ব্যথিত মায়ের অশ্রু মুছিতে আবার যুদ্ধে চল্।


ওরে বীরের জাতি,
জ্বালা তেজস্ক্রিয় জ্যুতি,
সংস্কারের নেশায় হয়ে মাতোয়ারা,
তব হুঙ্কারে যেন প্রকম্পিত হয় ধরা,
তরুণ প্রাণে অরণ্যোদয়
হোক নির্বিশঙ্কায়,
জীর্ণ এ রাজনীতি চুবিয়ে আন্ গঙ্গায়।


আরও একটি ফাগুন চাই,
প্রতিবাদের পবন চাই,
ঝরিয়ে দিতে অন্যায়ের জীর্ণ পত্র পল্লব,
নবীন কিশলয়ে ঘটুক,নব সভ্যতার মহাবিপ্লব।


                  
রচনাকালঃ ১৯/০২/২০১৫ ইং