হে প্রভূ,
জানিনে আধ্যাত্মিক সাধনা
করতে পারিনি তোমার পূর্ণ আরাধনা।
অন্ধ আর মূর্খ রইলাম নিজকে না চিনে,
কেমনে হব পাড় কঠিন সেই দিনে ?


চুলের চেয়েও সূক্ষ্ম আর হীরের চেয়েও ধার,
নিম্নদেশে প্রবাহমাণ জলন্ত অগ্নিনার !
অপূূর্ণে আর জীর্ণে ভরা কোরআনী এলেম,
হৃদে বদ্ধ হল না আজও শ্রেষ্ঠ নবীর প্রেম।


স্বার্থ আর নারীর মোহে শুধুই হল পাপ,
বারযাখে কেমনে দিব সওয়ালের জবাব ?
সংসারের প্রবল চাপে বইলাম পাপের বোঝা,
স্রষ্টার মহা সৃষ্টি চষে হল না পূণ্য খোঁজা।


মহামূল্য মগজ দিয়ে করি অন্যের অনিষ্ঠ,
সত্য ন্যায়কে ছুঁড়ে ফেলে রাসূলের পথভ্রষ্ট।
আপন ঘরেই অমূল্য ধন তবুও পার্থিব কাড়ি,
মিযানের পাল্লায় পূণ্য শূণ্য পাপের পাল্লা ভারী।


সূর্য যেদিন আসবে নেমে অর্ধ হস্ত প'রে,
ভাবলিনে মন সেই বিপদে কে নিবে তোরে তরে।
সেই বিষাদের মহাসিন্ধুে কি আছে তোর তরী,
যার প'রে ভর করে দিবি সিন্ধু পাড়ি?


দিনবন্ধু রাসূল আমার সেই পাড়ের কান্ডারী,
তারে বিনে সেই নিদানে ডুববে রে তোর তরী।
জ্ঞানে ধ্যানে উদয় কর মন, সেই কান্ডারী রবি,
গাফফার নামে স্রষ্টা হয়তো মাফ করবেন সবি।


-সংশোধিত