আজ সেই মাহেন্দ্রক্ষণ,
যেদিন বিশ্বের বুকে জন্মেছিল একটি শিশু,
লাল সবুজ রূপে।
সকল শোষণ অত্যাচার কুচক্রীয় মন্ত্রণা,
লুটিয়েছিল তারই পদতলে ।
রৌদ্রজ্জ্বল তারই সহাস্য বদন,
পূর্ণ করেছিল রক্তাক্ত রিক্ত মায়ের বুক।
কতো হাসি,
কতো কান্না,
কতো সম্ভ্রম.......
কতো কৃষক শ্রমিকের ঘর্ম যৌবনদীপ্ত যুবকের পবিত্র রক্তের ঘ্রাণ,
পরিপুষ্ট তারই অঙ্গে।
সে যে বারবার ফিরে চেতনার রোদ্দুর হয়ে,
তারুণ্যের বুক হতে শুষে নেয় কালোমেঘের ঘনঘটা
সে আমার স্বাধীনতা।


-সংশোধিত