বন্ধুরা, দু'ফোঁটা গরল এনে দে,
অমৃত ভেবে গলঃবধ করবো !
এ বিষম যাতনা আর সইতে পারি না ওরে,
কি দারুণ আষীবিষে
দংশিল মোরে।
যে বিষে সিক্ত হিয়া, ঝরো ঝরো প্রাণ,
কি সুধা পিয়িলে গো,
মিলবে সমাধান ?
যে যাতনা দিলো সে যে, হাস্য বদনে ওরে,
সে যাতনা ভুলি বল,
কেমন করে।
ধরিত্রীর এ গরল পুড়বে না মোরে
তারে গিয়ে বলিস তোরা,
অতি চুপিসারে,
শুধু একবার দেখে যেতে এ অভাগা রে।