আমি বুনোলতা হয়ে বাঁচতে চাইনি কোনদিনও,
যেমন করে অরণ্যের বুকে জড়িয়ে থাকে গুন্মলতা
কারও বুকের পাঁজর জড়িয়ে বাঁচতে চাইনি তেমন করে।
আমি স্বাধীনতা চেয়েছি
চেয়েছি নিজের চলার নিঃসঙ্গ পথ।
তবুও দিনশেষে কে যেন আমাকে জড়িয়ে,নিঃছিদ্র বাঁধনে বেঁধেছে,
আমার তৃষ্ণার্ত ক্লান্ত অবিশ্লান্ত পথে বয়ে এনেছে এক চিলতে বৃষ্টিঝরা মেঘ।
এ ভ্রমজাল ছিঁড়তে না পেরে, লজ্জাস্নাত হই বুনোলতার কাছে।